সিবি ডেক্স: চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত মোহাম্মদ ওয়াসিম আকরামের পরিবার এখনও শোকের গভীর সাগরে। কক্সবাজারের পেকুয়ার ছেলে ওয়াসিম ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনের সময় নিহত হন।
তার বাবা শফিউল আলম ছেলের মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে ফিরে প্রতিদিন ছেলের কবরের পাশে কাটাচ্ছেন সময়। মা জ্যোৎস্না বেগম এখনও বিশ্বাস করতে পারছেন না—ওয়াসিম নেই। পরিবারের প্রতিটি সদস্য আজও ছেলের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদছেন।
চট্টগ্রাম কলেজের ছাত্র এবং ছাত্রদলের কর্মী ওয়াসিম ছিলেন পরিবারের তৃতীয় সন্তান। তাঁর বোন ও ভাইরা বিবাহিত হলেও পরিবারে এখন শুধুই শূন্যতা।
বাবা শফিউল বলেন, "ওয়াসিমের শহীদ হওয়া যেমন গর্বের, তেমনি বেদনার। সবাই এখন আমাকে তার বাবার পরিচয়ে চেনে, কিন্তু আমি প্রতিদিন হারানোর ব্যথা নিয়ে বেঁচে আছি।"
0 Comments