কক্সবাজারে 'জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণকাজ শুরু: শহীদদের স্মরণে নতুন অধ্যায় | Coxsbazar Bulletin


সিবি ডেক্স: বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান’। সেই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে কক্সবাজারে শুরু হয়েছে 'জুলাই স্মৃতিস্তম্ভ' নির্মাণকাজ। সোমবার (১৪ জুলাই) এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

নির্মাণ কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক–ই–আজম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এনডসি, পিএসসি।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন আইজিপি ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব পলাশ, ডিআইজি মোহাম্মদ সালাহউদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মো. সাইফউদ্দীন শাহীন এবং পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোনাজাতে অংশ নেন। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও সে সময়ের ছাত্ররা।

নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়ের সংগ্রামের প্রতীক। এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Post a Comment

0 Comments