ঘটনাটি ঘটে দুপুর ৩টা ২৫ মিনিটে। প্রবাল এক্সপ্রেস আসার কথা ছিল ২টা ১০ মিনিটে, কিন্তু তা নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে পৌঁছায়। এ সময় ট্রেনে থাকা ঢাকাগামী মহানগর গোধূলির যাত্রীরা পরবর্তী ট্রেন ধরতে না পারায় উত্তেজিত হয়ে উঠেন।
রেলের সূত্র মতে, ট্রেন দেরি হওয়ায় মহানগর গোধূলির যাত্রীরা হতাশ হয়ে চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে ট্রেনচালকেরা এক ঘণ্টার কর্মবিরতিতে যান, ফলে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে ছাড়ে।
রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার বলেন, “ট্রেন দেরি হলেও তা এককভাবে চালকের দায় নয়। কিন্তু যাত্রীরা উত্তেজিত হয়ে ভুল প্রতিক্রিয়া দেখিয়েছেন।”
উল্লেখ্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেনচালকদের কর্মবিরতি তুলে নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
0 Comments