বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপি নেতা সৈয়দ নূরের মৃত্যু | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেতা সৈয়দ নূর সওদাগর। রবিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।

সৈয়দ নূর সওদাগর কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। তার বাড়ি সদর উপজেলার পিএম খালি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারীর কটূক্তি, বিএনপি নেতা রহিম শিকদার হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করা হয়।

বিকেল তিনটায় সমাবেশ শুরুর পর চারটার দিকে মিছিল শুরু হলে প্রচণ্ড গরমে সৈয়দ নূর স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

তিনি বলেন, “আমরা একজন নির্যাতিত ও নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছি, এই ক্ষতি অপূরণীয়।” তার মৃত্যুতে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

সোমবার সকাল ১০টায় নয়াপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments