নিউ মার্কেট মোড়ে চলন্ত বাসে আগুন, তদন্তে নেমেছে পুলিশ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে অক্সিজেন-নিউ মার্কেট রুটের বাসটিতে হঠাৎ আগুন লাগে। ঘটনার সময় বাসটি নিউ মার্কেট মোড়ে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে ছিল।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, আগুন বাসটিতে কেউ দিয়েছে নাকি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, চট্টগ্রামে এনসিপির চলমান জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে শহরে কঠোর নিরাপত্তা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য উদ্বেগের বিষয়।

ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments