কক্সবাজারে বাজবে জাই উলফের সুর—বার্নিং ক্র্যাব ফেস্টিভাল ২০২৬ মাতাবেন বিশ্বখ্যাত ইডিএম তারকা | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: সজিব সাহা, জন্মসূত্রে বাংলাদেশি হলেও বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বমঞ্চে পরিচিত জাই উলফ নামে। এবার সেই জাই উলফ প্রথমবারের মতো পারফর্ম করতে আসছেন নিজ মাতৃভূমি বাংলাদেশে, তাও কক্সবাজারের সমুদ্রসৈকতে বার্নিং ক্র্যাব ফেস্টিভালে ২০২৬-এ!

🎧 ‘ইন্ডিয়ান সামার’, ‘স্টারলাইট’, ‘দিস সং রিমাইন্ডস মি অব ইউ’–র মতো হিট ট্র্যাক যিনি সৃষ্টি করেছেন, সেই জাই উলফ এরই মধ্যে মাত করেছেন কোচেলা, লোলাপালুজা–র মতো বিশ্বসেরা ফেস্টিভাল।

📅 আগামী ২৯–৩১ জানুয়ারি, সমুদ্র আর পাহাড়ঘেরা কক্সবাজারের সৈকতে বসবে বার্নিং ক্র্যাব ফেস্টিভাল। সেখানে হেডলাইন পারফর্মার হিসেবে থাকছেন জাই উলফ। আয়োজকদের ভাষায়,

> “সমুদ্রের গর্জন, চন্দ্রালোক আর লাইটিংয়ের অভাবনীয় সম্মিলনে, জাই উলফের মেলোডিক ইডিএম শ্রোতাদের নিয়ে যাবে এক ভিন্ন গ্রহে।”

💬 উৎসাহে ফেটে পড়েছে সামাজিক মাধ্যমও। ফেস্টিভালের অফিসিয়াল পেজে এক শ্রোতা লিখেছেন—

> “এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক মাইলফলক। আন্তর্জাতিক তারকাদের আমাদের মাটিতে পারফর্ম করতে দেখা এখনো বিরল। জাই উলফের আগমন তরুণ শিল্পীদের জন্য বিশাল অনুপ্রেরণা।”

🌾 আয়োজকরা জানাচ্ছেন, জাই উলফের পারফরম্যান্সে বাংলাদেশি লোকসঙ্গীত বা সাউন্ড নিয়ে এক্সপেরিমেন্ট-ও থাকতে পারে, যা ফেস্টিভালকে করে তুলবে সম্পূর্ণ ব্যতিক্রমী।

এই আয়োজন শুধু একটি ফেস্টিভাল নয়, বরং বাংলাদেশের মিউজিক সেক্টরের আন্তর্জাতিকীকরণের এক যুগান্তকারী পদক্ষেপ।

Post a Comment

0 Comments