ডা. শফিকুর রহমান বলেন, এনসিপির নেতারা প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলোচনার মাধ্যমে কর্মসূচি নিতে চেয়েছিলেন, যা তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। এ থেকে পরিষ্কার—সুষ্ঠু গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা আজ প্রশ্নের মুখে।
তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণকে শান্তিপূর্ণ থাকার অনুরোধ জানিয়ে বলেন, “শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি মহান আল্লাহর কাছে সত্য ও ন্যায়ের বিজয়ের জন্য সাহায্য প্রার্থনা করেন।
0 Comments