গোপালগঞ্জে কী হচ্ছে?”—সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।”

ডা. শফিকুর রহমান বলেন, এনসিপির নেতারা প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলোচনার মাধ্যমে কর্মসূচি নিতে চেয়েছিলেন, যা তাদের সাংবিধানিক রাজনৈতিক অধিকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে। এ থেকে পরিষ্কার—সুষ্ঠু গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা আজ প্রশ্নের মুখে।

তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণকে শান্তিপূর্ণ থাকার অনুরোধ জানিয়ে বলেন, “শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি মহান আল্লাহর কাছে সত্য ও ন্যায়ের বিজয়ের জন্য সাহায্য প্রার্থনা করেন।

Post a Comment

0 Comments