গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ‘ঘৃণ্য বর্বরতা’—দোষীদের বিচার নিশ্চিত করবে সরকার | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলাকে ‘ঘৃণ্য বর্বর হামলা’ বলে আখ্যায়িত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই হামলা "সম্পূর্ণ অমার্জনীয় এবং বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।"

বিবৃতিতে বলা হয়, এনসিপির সদস্য, পুলিশ সদস্য এবং সাংবাদিকরা পর্যন্ত হামলার শিকার হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়ি, মারধর করা হয়েছে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়া অনেককে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই হামলার দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা জানানো হয়। একইসাথে সাহসী ছাত্র-জনতার প্রশংসা করে বলা হয়, তারা ভয়-ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান ধরে রেখেছে।

Post a Comment

0 Comments