এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে সড়ক অবরোধ করে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই হামলার জেরে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, মঞ্চ ও চেয়ার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র চার প্লাটুন সদস্যের সমন্বয়ে নিয়ন্ত্রণ আনার চেষ্টা চললেও এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
রাজধানীতে শাহবাগ অবরোধের মধ্য দিয়ে প্রতিবাদ আরও ছড়িয়ে পড়ছে। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
0 Comments