মহেশখালীতে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু, আরেকজন মুমূর্ষু (Coxsbazar Bulletin)

সংবাদদাতা: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর রাজঘাট হংসর ঘোনা এলাকায় বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের সময়।

নিহতের নাম ইমাম হোসাইন (৫৫), তিনি ওই এলাকার জাবেরের বড় ছেলে। বিদ্যুৎস্পর্শে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তারা বৈদ্যুতিক সংযোগের পাশে কাজ করছিলেন। হঠাৎ একটি তার ছিঁড়ে পড়ে গেলে তারা বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments