টেকনাফে আইস ও বিদেশি পিস্তলসহ যুবক আটক | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম শফিক (২৬)।

বিজিবি জানায়, অভিযানে ০.৮১৬ কেজি ক্রিস্টাল মেথ আইস (মাদক) এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি বিশেষ দল শফিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক শফিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

Post a Comment

0 Comments