আটককৃতরা হলেন—আব্দুস সালাম (৩৩), আব্দুল্লাহ (৩৫), নজরুল ইসলাম ওরফে কালু (৩৪) এবং মো. সামছুল আলম (৫২)। তারা সকলেই টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা। অভিযানের সময় আরও তিন সহযোগী পালিয়ে যায়।
র্যাব জানায়, অভিযুক্তরা সুলতান আহাম্মদের মালিকানাধীন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে ইয়াবার বড় চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে সেই নৌকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
0 Comments