দলটির জেলা দফতর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “সালাহউদ্দিন আহমদ মাটি ও মানুষের নেতা, যিনি রাজনীতির পাঠ নিয়েছেন জনগণের হৃদয়ের ভাষা থেকে। তার নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তারা সালাহউদ্দিন আহমদকে "মৃত্যুঞ্জয়ী বীর" আখ্যা দিয়ে বলেন, “তিনি শুধু কক্সবাজার নয়, জাতীয় সম্পদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে গুম করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি ফিরে এসেছেন এবং দীর্ঘ ৯ বছর নির্বাসিত জীবন পার করেছেন।”
নেতারা আরও বলেন, “দেশ যখন সংকটে পড়ে, তখন সালাহউদ্দিন আহমদ ফিরে আসেন জাতির স্বার্থে। তার মতো একজন জাতীয় নেতার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীর কুরুচিপূর্ণ মন্তব্য রাজনৈতিক সৌজন্যকে ক্ষতিগ্রস্ত করে।”
বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মিথ্যা ও শিষ্টাচারবর্জিত বক্তব্য জাতির ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ধরাতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।”
0 Comments