চকরিয়ায় নির্মিত মঞ্চ ভেঙে ফেলেন উত্তেজিত জনতা। বিকাল সোয়া ৪টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশি পাহারায় কক্সবাজার ত্যাগ করে।
ঘটনার সূত্রপাত হয় জেলা শহরের শহীদ দৌলত ময়দানে এনসিপির জনসভায় দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সালাহউদ্দিন আহমদের নাম উল্লেখ না করে বলেন, “শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের, জমি দখল করছে, চাঁদাবাজি করছে। সে নাকি সংস্কার বোঝে না... এমন ব্যক্তিকে কক্সবাজারের জনতা ঠেকাবে।”
এই বক্তব্যকে অবমাননাকর উল্লেখ করে কক্সবাজার জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভে রাস্তায় নামে। চকরিয়ায় ছাত্রদল নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং ট্রাকের কাচ ভাঙচুর করে।
এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার জানান, বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে নেয় ও এনসিপির কর্মীদের তাড়িয়ে দেয়।
অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের প্রাণ। এমন নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে এনসিপিকে বয়কট করেছে।”
কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল বলেন, “এনসিপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য তাদের উদ্দেশ্যপ্রকাশ করে দিয়েছে।”
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
0 Comments