মহেশখালীতে গোপন আস্তানায় কোস্ট গার্ডের অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: মহেশখালীর কুতুবজোমের বুজুরুক পাড়া এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২০ জুলাই) মধ্যরাতে (রাত ৩টা ৩০ মিনিটে) কোস্ট গার্ড স্টেশন মহেশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অস্ত্র উদ্ধার হওয়ায় এই চক্রের গতিবিধি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।” জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মহেশখালীর মতো উপকূলীয় এলাকায় অপরাধীদের তৎপরতার আশঙ্কা আগে থেকেই ছিল। তাই কোস্ট গার্ডের এই সফল অভিযানকে এলাকার সাধারণ জনগণ স্বাগত জানিয়েছে।

Post a Comment

0 Comments