শনিবার (১৯ জুলাই) রাতে কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরীর সই করা এক বিবৃতিতে সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, “সালাহউদ্দিন আহমদ মাটি ও মানুষের নেতা, যাকে সব বয়সী মানুষ ভালোবাসে। তাঁর নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো কখনোই গ্রহণযোগ্য নয়।”
এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এক সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, “নারায়ণগঞ্জে শামীম ওসমানের মতো, কক্সবাজারে এখন নব্য গডফাদার শিলং থেকে এসেছে।” নাম না বললেও তাঁর বক্তব্য যে সালাহউদ্দিন আহমদকে লক্ষ্য করেই, তা স্পষ্ট।
এই বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও তাদের অঙ্গসংগঠন। শহরের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। ঘুমগাছতলা, ঈদগাঁও, উখিয়া, রামু ও টেকনাফেও বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নামে। উখিয়ায় সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করা হয়।
বিক্ষোভে স্লোগান ওঠে:
“সালাহ উদ্দিন আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”
“জুলাই জুলাই করিস না, জুলাই কারও বাপের না”
“দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”
বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, “নাসীরুদ্দীনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ঘোলা পানিতে মাছ শিকার করতেই কি এমন কথা বলছে এনসিপি?”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য, এরপর কক্সবাজারে সালাহউদ্দিনকে নিয়ে বিষোদগার— এনসিপির এসব বক্তব্য দেশের রাজনীতিতে শুধু উত্তেজনা নয়, এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিচ্ছে।
0 Comments