রোববার (২০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একইসঙ্গে বদিকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম শুনানিতে জানান, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে ফোনে কথা বলার সময় গুলি করে হত্যা করা হয়।
এ মামলার আলোকে গত ২০ আগস্ট র্যাব বদিকে গ্রেপ্তার করে। আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একসময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি নানা বিতর্ক ও আলোচিত মাদকবিরোধী অভিযানের পেছনের ছায়া চরিত্র হিসেবে বহুবার সমালোচনার মুখে পড়েছেন। এখন তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।
0 Comments