চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: গোপালগঞ্জ ও কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক কর্মসূচিতে সহিংস ঘটনার জেরে আজ চট্টগ্রামে দলটির সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাট থেকে পদযাত্রা ও বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি।

এনসিপির নেতাদের নিরাপত্তায় শনিবার রাতে চট্টগ্রামের ‘মোটেল সৈকত’-এ অবস্থানকালে ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় নগর পুলিশের একটি বিশেষ ইউনিট। ওই সময় তিনটি ফ্লোরে শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর অনুমতি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়।

সকালে দলটির একটি অংশ রাঙামাটির উদ্দেশে রওনা দিলেও সন্ধ্যায় আবার বন্দর নগরী চট্টগ্রামে জমায়েত হওয়ার কথা রয়েছে। এনসিপির মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি জানান, শান্তিপূর্ণ সমাবেশই তাদের মূল লক্ষ্য এবং এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর পুলিশ জানায়, বিপ্লব উদ্যানসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থল, নেতাদের আবাসন ও চলাচলের পথজুড়ে নজরদারি চলছে। পুলিশ সুপার মাহমুদা বেগম আশ্বস্ত করেছেন—সব কিছুতেই সর্বোচ্চ সতর্কতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

এনসিপির এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার এক নতুন পর্বের ইঙ্গিত দিচ্ছে, যেখানে নিরাপত্তা ও জনগণের সহনশীলতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

0 Comments