এনসিপির ঈদগাঁও উপজেলা প্রতিনিধি তারেকুর রহমান জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুব কাছাকাছি অবস্থান করছেন—এমন ঘোষণার পর হঠাৎ এক নেতা অসুস্থ হয়ে পড়েছেন বলে কর্মসূচি বাতিল করা হয়। তবে স্থানীয়দের একাংশ মনে করছেন, কক্সবাজারে এনসিপি নেতার বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্যের পর ঈদগাঁওয়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তারা প্রোগ্রাম বাতিল করেছেন।
সরেজমিন দেখা যায়, প্রোগ্রামের ব্যবস্থাপনায় ছিলো চরম ত্রুটি। মঞ্চ ছিল অপেশাদার, সংগঠনের নিবেদিত কর্মীদের তেমন দেখা যায়নি। র্যাব ও পুলিশের উপস্থিতি ও জনতার কৌতূহলপূর্ণ ভিড় ঘটনার আকস্মিকতাকে ঘনীভূত করে তোলে।
অন্যদিকে, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় বিএনপির ভক্তদের তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল এবং ভাঙচুর পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আবার কেউ কেউ বলছেন, একইদিন বান্দরবানে এনসিপির অনুরূপ কর্মসূচি থাকায় সময় স্বল্পতার কারণেও ঈদগাঁওয়ের আয়োজন স্থগিত হয়েছে।
0 Comments