কক্সবাজার রেলস্টেশনে র‍্যাবের মাদকবিরোধী তল্লাশি অভিযান চালানো হলো | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল শুরু হওয়ার পর থেকেই মাদক পাচারের ঝুঁকি বাড়তে থাকায়, বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১৫। ২০ জুলাই (রবিবার) সন্ধ্যায় র‌্যাবের একটি বিশেষ দল ডগ স্কোয়াডের সহায়তায় কক্সবাজার রেলস্টেশনজুড়ে তল্লাশি চালায়।

র‌্যাব জানায়, কক্সবাজার রেলস্টেশনে এখনো লাগেজ স্ক্যানার কিংবা পর্যাপ্ত তল্লাশি ব্যবস্থা না থাকায় মাদক বহনের সুযোগ বেড়েছে। এই প্রেক্ষিতে স্টেশনের চারপাশ, যাত্রীদের ব্যাগপত্র ও উপস্থিত ব্যক্তিদের উপর নজরদারি চালানো হয়। বিশেষ করে ট্রেন আসার সময়কে কেন্দ্র করে বাড়ানো হয় নিরাপত্তা।

র‍্যাব-১৫-এর আইন ও মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, “কক্সবাজার রেলওয়ে স্টেশনকে নিরাপদ যাত্রীসেবাকেন্দ্রে রূপান্তরের জন্য র‌্যাব প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত এবং পরিকল্পিত অভিযানের মাধ্যমে মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে র‌্যাব।”

তিনি আরও জানান, এই অভিযানের মাধ্যমে শুধু মাদক প্রতিরোধই নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিও একটি মূল লক্ষ্য।

Post a Comment

0 Comments