বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলায় এইচএসসি ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বোর্ডের অন্যান্য জেলার পাশাপাশি দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
এছাড়া গোপালগঞ্জে বৃহস্পতিবারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
0 Comments