জামায়াত নেতার নেতৃত্বে মব হামলায় বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার নিহত! | Coxsbazar Bulletin

সিবি ডেক্স: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে জামায়াত নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে মব হামলায় হত্যা করা হয়েছে বলে বুধবার জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

বিএনপির নেতা আবদুল মাবুদ জানান, ১৩ জুলাই রহিম উদ্দিন পানিরছড়া বটতলী বাজারে যাওয়ার পথে দেশি অস্ত্রশস্ত্রসজ্জিত মবের হামলার শিকার হন। তাকে উদ্ধার করতে গিয়েও স্থানীয় ছাত্রদল নেতাসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে রবিবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন মারা যান।

বিএনপি অভিযোগ করেছে, জামায়াত অপপ্রচার চালিয়ে হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই দাবি করছে, যা মিথ্যা এবং বিভ্রান্তিকর। পাশাপাশি জামায়াত নেতা আবদুল্লাহ আল নোমান দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার প্রমাণও দাবি করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে, কিন্তু ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

বিএনপি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

Post a Comment

0 Comments