প্রকল্পটির আওতায় ৩ লাখ ৯৭ হাজার প্রিপেইড মিটার বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে অধিকাংশই চট্টগ্রামে। এখন পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৯ লাখ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় এসেছে। তবে এখানেই উঠছে বিরাট প্রশ্ন—যেখানে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার, সেখানে এই প্রজেক্ট কতটা কার্যকর হচ্ছে?
এই প্রকল্পে ৬১৯ কোটি টাকার মধ্যে ১২০ কোটি টাকা পিডিবির নিজস্ব অর্থায়ন, ১৬৯ কোটি টাকা সরকারের পক্ষ থেকে, আর বাকি অর্থ এসেছে এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) থেকে। প্রতিটি মিটারের দাম ধরা হয়েছে ৭ হাজার টাকা, যা এসেছে চায়না থেকে।
তবে প্রকল্প বাস্তবায়নে পিডিবি কর্মকর্তারা যতটা আত্মতৃপ্ত, বিদ্যুৎ গ্রাহকদের মাঝে ঠিক ততটাই অসন্তোষ। ডিমান্ড চার্জ, অতিরিক্ত ভাড়ার অভিযোগসহ প্রিপেইড মিটার নিয়ে রয়েছে নানা ক্ষোভ। অনেকেই এটিকে 'গলার কাঁটা' বলছেন। অভিযোগ উঠেছে—বিদ্যুৎ ব্যবহার না করেও মিটার থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, গ্রাহক সেবায় নেই স্বচ্ছতা।
বিশেষজ্ঞরা বলছেন, এত বড় প্রকল্পে গ্রাহকবান্ধব মনোভাব না থাকলে, পুরো উদ্যোগ জনগণের ওপর বোঝা হয়ে দাঁড়াবে।
0 Comments