সিবি ডেক্স: উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণের পর সপুরা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।
দুপুর থেকেই উপশহরে তৌকিরের বাসায় ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। বিকেল সাড়ে ৩টায় তার মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন বাবা তহুরুল ইসলাম। জানাজায় তিনি ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। সহকর্মী হাসনাইন জানাজায় তৌকিরের জীবনবৃত্তান্ত পাঠ করেন। জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
২০১০ সালে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়া তৌকির ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং একজন দক্ষ পাইলট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন। এ বছরের ২১ ফেব্রুয়ারি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকসা হোসেন নিঝুমকে বিয়ে করেন।
তার সহপাঠী, শিক্ষার্থী ও পরিবারের মতে, তৌকির ছিলেন একজন মেধাবী, শান্ত স্বভাবের, সংস্কৃতিপ্রেমী ও পরিপূর্ণ অলরাউন্ডার ক্যাডেট। উপাধ্যক্ষ, সহপাঠী ও চাচার বর্ণনায় উঠে এসেছে তৌকিরের ব্যতিক্রমী গুণাবলির কথা। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো রাজশাহীতে।
ফলো করে সাথে থাকুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন। সংবাদ, বিনোদন ও বিশ্লেষণের সঠিক উৎস! - কক্সবাজার বুলেটিন।
#BreakingNews #Inspiration
#CoxsbazarBulletin
0 Comments