ভিডিওতে দেখা যায়, কয়েকজন হেলমেট পরিহিত যুবক পেট্রল ঢেলে টায়ারে আগুন ধরিয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন। তারা মহাসড়কের একপাশে আগুন দিলেও অন্য পাশে বাস চলাচল স্বাভাবিক ছিল। পুলিশের গাড়ির সাইরেন শোনা মাত্র তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন—চকরিয়া পৌর যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগ কর্মী সুমন, ছোটন ও বাপ্পি। এনামুল হক পরে নিজেই তার ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করে বলেন, “গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনার ডাকা হরতালের সমর্থনে স্লোগান দিয়েছি।”
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, “বিক্ষোভের খবর পেয়ে অভিযান চালানো হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”
0 Comments