রিকশাওয়ালার ছেলে থেকে গুলশান প্লট—সমন্বয়ক রিয়াদের 'উত্থান' থেমে গেল কারাগারে

সিবি ডেক্স: একদিন রিকশাচালকের সন্তান, আর আজ গুলশানে বিলাসবহুল জীবন—চাঁদাবাজি করে রাতারাতি ধনী হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে এখন ঠাঁই নিতে হয়েছে জেলহাজতে।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন রিয়াদ ও তার সঙ্গীরা। পুলিশ তাদের আটক করে গুলশান থানায় নিয়ে যায়। এর পরপরই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠন থেকে রিয়াদকে বহিষ্কার করা হয়।

তবে এই ঘটনা ছিল বহুল আলোচিত "সমন্বয়ক" রিয়াদের বিলাসী জীবনের এক ছোট টুকরো। গ্রামের দিনমজুর বাবা আর অভাবী পরিবারের ছেলেটি ঢাকায় এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। এরপর রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী-এমপিদের সঙ্গে ছবি, পরিচয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে চলতে থাকেন নানা অপকর্ম।

স্থানীয়রা বলছেন, গত ছয় মাসে তার গ্রামে হয়েছে পাকা বাড়ি, ঢাকায় গুলশানে প্লট, দামি মোটরসাইকেল—সবই আয়বহির্ভূত। অথচ তার মা বলছেন, "ছেলের পড়াশোনার জন্য এখনো টাকা পাঠাই!"

শাম্মী আহমেদের গুলশান বাসায় প্রথমে ১০ লাখ টাকা আদায় করেন রিয়াদ। দ্বিতীয়বার বাকি টাকা বা স্বর্ণালঙ্কার নিতে গেলে পুলিশ গোপনে খবর পেয়ে হাতে-নাতে ধরে ফেলে তাকে।

বর্তমানে রিয়াদ ও তার চার সহযোগী গুলশান থানার হেফাজতে রয়েছেন। মামলা হয়েছে চাঁদাবাজির অভিযোগে।

Post a Comment

0 Comments