নেতানিয়াহু হত্যাচেষ্টায় বৃদ্ধা! নজরদারিতে ইসরায়েল

সিবি ডেক্স: ইসরায়েলের বিতর্কিত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনার অভিযোগে ৭০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত। বিস্ফোরণের মাধ্যমে তাকে হত্যার ছক কষেছিলেন ওই সরকারবিরোধী বিক্ষোভকারী। বর্তমানে তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’ জানিয়েছে, দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়া ওই নারীকে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বা সরকারের কোনো ভবনের আশেপাশে যেতে পারবেন না।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তারা আরও দাবি করেছে, এই পরিকল্পনা বাস্তবায়নে ওই নারী অন্যদের সঙ্গেও যোগাযোগ করছিলেন।

আসন্ন বৃহস্পতিবার তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে বলে জানানো হয়েছে।

এটি প্রথম নয়—এর আগেও নেতানিয়াহু হত্যাচেষ্টার খবর সামনে এসেছে। গত বছরের সেপ্টেম্বরে ওয়াল্লা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের নির্দেশে নেতানিয়াহুকে হত্যার ছক কষেছিলেন ৭১ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক। তিনি তুরস্কে গিয়ে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে পরে অবৈধভাবে ইরানে প্রবেশ করেন। সেখান থেকেই সরাসরি দিকনির্দেশনা নিয়ে ফিরে আসেন এবং পরে গ্রেপ্তার হন।

বারবার প্রধানমন্ত্রী হত্যাচেষ্টার ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Post a Comment

0 Comments