সড়কে সিএনজির ধাক্কা, ট্রাকচাপায় নিহত ৩!

সিবি ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের মৌলভীর পাড়া এলাকার মো. হুমায়ুন (৩৬), তাঁর ভাই মো. মামুন (৩১) এবং তাঁদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের মনির হোসেন (৪০)। তিনজনই একই পরিবারের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের বরাতে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে হঠাৎ গ্রামীণ রাস্তা থেকে উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি গরুবোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে।
মর্মান্তিক এই দৃশ্য ধরা পড়ে একটি ২১ সেকেন্ডের ভিডিওতে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি একজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সাদিকুর আলম বলেন, "আহত অবস্থায় যাঁকে আনা হয়েছিল, আসার আগেই তিনি মারা যান।"

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, "দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সাতকানিয়ার মৌলভীর পাড়া ও আকবরপাড়া গ্রাম।

Post a Comment

0 Comments