সাংবাদিক আনসারের ছেলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর মৃত্যুর দুই মাস না যেতেই দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাংবাদিক আনছার হোসেনের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে রিতাজ হোসেন (১৩) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গভীর সংকটাপন্ন।

সাংবাদিক আনসার হোসেন জানান, তার ছেলেকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং তিনি গভীর কোমায় চলে গেছেন। এমন অবস্থায় তাকে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজারে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজারে পৌঁছানোর পর রিতাজ হোসেনকে সদর হাসপাতালে নেওয়া হবে। সেখানে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক আনসার হোসেন আরও বলেন, কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পরই বোঝা যাবে তার সন্তানের অবস্থা কোন দিকে যাচ্ছে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সযোগে রিতাজ হোসেনকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাংবাদিক আনছার হোসেন।

Post a Comment

0 Comments