নবপ্রতিষ্ঠিত মাদ্রাসায় শতভাগ সাফল্য

মিজানুর রহমান, রামু: ঈদগড় করলিয়ামুরা এলাকায় অবস্থিত আশারায়ে মুবাশশারা দারুল উলুম মাদ্রাসা একটি নবপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অল্প সময়ের মধ্যেই তাদের শিক্ষার মান, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও পরীক্ষার ফলাফলের মাধ্যমে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা শুরু থেকেই কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষাদানের ক্ষেত্রে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছে।
চলতি শিক্ষাবর্ষে মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীরা নূরানী তা’লীমুল কোরআন বোর্ড, চট্টগ্রাম, বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে অত্যন্ত কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন A+ গ্রেড অর্জন করেছে এবং সামগ্রিক পাসের হার ছিল শতভাগ (১০০.০০%)। এমন উজ্জ্বল ফলাফল মাদ্রাসা পরিবার, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তুষ্টির সৃষ্টি করেছে।

এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের একাগ্র অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও ইলম অর্জনের প্রতি তাদের আগ্রহ। পাশাপাশি মাদ্রাসার উস্তাদগণের নিরলস পরিশ্রম, ত্যাগ ও আন্তরিক দিকনির্দেশনা এই ফলাফলের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। এছাড়া অভিভাবকদের দোয়া, সহযোগিতা ও সন্তানের প্রতি সচেতন ভূমিকা এই অর্জনকে আরও অর্থবহ করে তুলেছে। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের ইলম, আমল ও শুদ্ধ কিরাআতের প্রতিফলন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ এই সাফল্যে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আশাবাদ ব্যক্ত করেন যে, এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ দ্বীনি জীবন, নৈতিক চরিত্র গঠন এবং দাওয়াতি ময়দানে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটি সুদৃঢ় ভিত্তি হিসেবে কাজ করবে। তারা আরও দোয়া করেন—আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, ইলমে দ্বীনের খেদমতে কবুলিয়াত দান করেন এবং দীর্ঘদিন পর্যন্ত দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার তাওফিক নসিব করেন।
এলাকাবাসীর পক্ষ থেকেও মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, সাফল্য ও স্থায়িত্ব কামনা করে দোয়া করা হয়েছে। তাদের প্রত্যাশা, আশারায়ে মুবাশশারা দারুল উলুম মাদ্রাসা অদূর ভবিষ্যতে শুধু ঈদগড় করলিয়ামুরা নয়, বরং আশপাশের পুরো এলাকায় হিদায়াত, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments