লেঙ্গুর বিল আদর্শ স্কুলে শান্তিপূর্ণ বার্ষিক পরীক্ষা

রেজাউল করিম, উখিয়া: কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেঙ্গুর বিল আদর্শ উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে বার্ষিক পরীক্ষা–২০২৫ চলছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নির্মল, শান্ত ও মনোরম পরিবেশে পরীক্ষার সার্বিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে স্বস্তির অনুভূতি দেখা গেছে।

সকাল ৯টা থেকে প্রধান ফটকে দায়িত্বে থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের স্বাগত জানান। শ্রেণিকক্ষগুলোতে ছিল নীরব পরিবেশ; মনোযোগী শিক্ষার্থীদের কলমের শব্দই যেন জানিয়ে দিচ্ছিল তাদের প্রস্তুতি ও দৃঢ়তা। বিদ্যালয়জুড়ে পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় তদারকি শিক্ষার্থীদের আরও মনোনিবেশ করতে সহায়তা করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, “আমরা সম্পূর্ণ নকলমুক্ত, সুষ্ঠু ও শান্ত পরিবেশ নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ করছি। শিক্ষার্থীদের সাফল্যের প্রতি আমাদের আস্থা অনেক বেশি।” তিনি আরও জানান, শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির যৌথ তদারকিতে প্রতিটি ধাপ স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

সিনিয়র শিক্ষকরা বিভিন্ন কক্ষে ঘুরে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন ও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সন্তানের পরীক্ষার পরিবেশ দেখে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।

শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস বেড়েছে। সচেতন মহলের মতে, উখিয়ার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ মডেলটি অনুকরণীয় হয়ে উঠতে পারে।

Post a Comment

0 Comments