ভোটের খরচ জনগণের কাছে চাইলেন জারা

সিবি ডেক্স: ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয়ের অর্থ জনগণের কাছ থেকে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেছেন। পাশাপাশি যেকোনো প্রশ্ন বা পরামর্শের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগের আহ্বান জানান।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্বাচনী আইনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারেন। তবে বাস্তবে বহু প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, যদিও নির্বাচন কমিশনের কাছে মাত্র ২৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেন। এর ফলে সংসদে যাওয়ার পথ শুরু হয় আইন ভঙ্গ ও মিথ্যার মাধ্যমে।

ডা. তাসনিম জারা লেখেন, তিনি এই অসততা ও মিথ্যার রাজনীতিতে যুক্ত হবেন না এবং আইনে অনুমোদিত ব্যয়ের বাইরে এক টাকাও খরচ করবেন না। অনেকেই এটিকে অসম্ভব মনে করলেও তাঁর মতে, নতুন বাংলাদেশ গড়তে এ ছাড়া অন্য কোনো পথ নেই।

তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত ব্যয়ের কারণে নির্বাচিত হওয়ার পর অনেক রাজনীতিবিদ চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়াতে বাধ্য হন। এর মাধ্যমেই রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে কিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আসন্ন নির্বাচনে তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন বলে জানান ডা. জারা। এই অর্থ জনগণের কাছ থেকেই নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ জন্য দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর সম্পূর্ণ নতুন এবং প্রতিটি টাকার আয়-ব্যয়ের হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে।

Post a Comment

0 Comments