রামুতে সড়ক বন্ধ, জনভোগান্তি চরমে

মিজানুর রহমান, রামু: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা–টিলাপাড়া সড়কে কার্পেটিংয়ের কাজ চলমান থাকলেও সড়ক সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে কার্পেটিংয়ের কাজ চললেও কোথাও সড়ক বন্ধ সংক্রান্ত কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা বিকল্প চলাচলের নির্দেশনা নেই। ফলে প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী পথচারী, মোটরসাইকেল আরোহী, সিএনজি ও জরুরি যানবাহনকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক উন্নয়নের নামে পুরো রাস্তা বন্ধ করে কাজ করায় তাদের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে, যা সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির কারণ হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, সড়কটি তুলনামূলক ছোট হওয়ায় অল্প অল্প করে দীর্ঘ সময় ধরে কাজ করায় ভোগান্তি আরও বেড়েছে। তারা দাবি করেন, কাজ চলাকালীন অন্তত এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হতো।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সড়ক উন্নয়নের পাশাপাশি জনদুর্ভোগ কমানো যায়।

Post a Comment

0 Comments