সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিবি ডেক্স: ফরিদপুরের সালথায় মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার শাওন কাজী সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলায় শাওন কাজী ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর করা হয়।

পরবর্তীতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামিদের তালিকায় শাওন কাজীর নামও অন্তর্ভুক্ত ছিল।

Post a Comment

0 Comments