সোমবার (২২ ডিসেম্বর) এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, যতই এসআইআর করা হোক, বাংলা বিজেপির হবে না। তিনি সরাসরি ঘোষণা দেন, ‘যতই করুন এসআইআর, বাংলা তোমাদের হবে না। এবার ওদের দিল্লি কেড়ে নেব।’
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের পর পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। সংশোধনের পর রাজ্যে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩১ জন। এর বাইরে আরও প্রায় দেড় কোটি ভোটারের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে মমতা বলেন, ভোটার বাদ দিয়ে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে। তবে মানুষের শক্তিতেই সেই চেষ্টা ব্যর্থ হবে। তাঁর ভাষায়, ‘ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে? মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে।’
বিজেপির বিরুদ্ধে আন্দোলনের কৌশল জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, বিজেপি মাঠে নয়, টিভির পর্দায় রাজনীতি করে। তৃণমূল মানুষের মাঝেই থাকে। তিনি আরও বলেন, বিজেপিকে ক্লান্ত করে দিতে হবে এবং এই লড়াই জীবন-মরণের লড়াই।
কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘প্রাণ দিয়ে, জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি, নেতারা নয়—কর্মীরাই এই লড়াই জিতবে।’ তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
0 Comments