ঈশ্বরগঞ্জে নারী গোসল ভিডিও চক্রের গ্রেপ্তার

সিবি ডেক্স: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী গৃহবধূর বাথরুমে গোসলের সময় গোপনে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ঘটনায় তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২২ ডিসেম্বর) জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন চরহোসেনপুর এলাকার মানিক মিয়ার ছেলে আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), সুজন মিয়ার ছেলে শরীফ মিয়া (১৫) এবং নিতাই দেবনাথের ছেলে তুর্জয় দেবনাথ (১৭)। তদন্তে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর নিজ বাড়ির বাথরুমে গোসলের সময় তাদের দ্বারা গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের কাছে শেয়ার করা হয়। 

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে সেনাবাহিনীসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩ জনকে চরহোসেনপুর এলাকা থেকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি পর্নোগ্রাফি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments