তারেক রহমানের শ্রদ্ধা স্মৃতিসৌধে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।
এর আগে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতারা নিয়ম মেনে বিকেলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনকে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments