কক্সবাজারের চকরিয়া উপজেলায় বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গোলাম মওলা (মৃত) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মওলা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই গোলাম রব্বান জানান, কয়েকদিন আগে তাদের বাড়ির উঠানে রাখা একটি খড়ের গাদা (কুইজ্জা) আগুনে পুড়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাতে সেই সংযোগ পুনরায় চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন গোলাম মওলা। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments