সভায় ‘অনলাইন জুয়ার ক্ষতি এবং আজকের যুব সমাজ’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের প্রধান উপদেষ্টা, মাতামুহুরি কলেজের প্রফেসর মুহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন। এছাড়া আলোচনা করেন কালের কণ্ঠ লামা-আলীকদম প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, লামা প্রেসক্লাবের সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর ও নারী নেত্রী জোসনা বেগম এবং নারী নেত্রী মাজেদা বেগম।
বক্তারা বলেন, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় আজকের যুব সমাজের জন্য একটি বড় হুমকি। সমাজ থেকে অশুভ ছায়া দূর করতে তরুণ-তরুণীদের শুভ কাজে এগিয়ে আসতে হবে। গঠিত কমিটির সদস্যরা পড়ালেখার পাশাপাশি তাদের তারুণ্য ও শক্তিকে কাজে লাগিয়ে সমাজে বিদ্যমান নানা অসঙ্গতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সভায় স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন। পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর এক বছরের জন্য বসুন্ধরা শুভ সংঘ বান্দরবান জেলার লামা উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির উপদেষ্টারা হলেন—প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ হোসেন, উপদেষ্টা মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, সাবেক কাউন্সিলর জোসনা বেগম, নারী নেত্রী মাজেদা বেগম ও মোঃ মনিরুল ইসলাম তুহিন।
অনুমোদিত কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ইরান, মোঃ তুহিন, হামিদা ইসলাম, মোজাফফর আহমেদ, আশরাফুল ইসলাম হৃদয়, মোঃ তারিফুল ইসলাম তারিফ, ইয়াছিন মামুন। সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, হাবিব আদনান ও সাদিয়া জান্নাত সুইটি। সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রতন। অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক আল আমিন, দপ্তর সম্পাদক শাহরুখ ইন্তেজান মঈন।
এছাড়া নারী বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, ইভেন্ট সম্পাদক উসাই ওয়াং মার্মা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোঃ আবিদুল হক আহাদ, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহিমা আক্তার, স্বাস্থ্য ও মানব বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন লিজা, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানজিদা আক্তার শান্তা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা জান্নাত শান্তা, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক শিরুপা বেগম, আপ্যায়ন সম্পাদক আফরিনা জান্নাত এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আক্তার হোসেন দায়িত্ব পালন করবেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ইমরুল কায়েস রবিন, মোঃ রায়হান, রাশেদা ও মং এ চিং মার্মা।
বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির এই প্রথম সভার মাধ্যমে সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
0 Comments