কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে দুজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরণ হাউজিং সোসাইটির সামনের পাকা রাস্তায় ফারুক (৩৫) এবং সাইফুল ইসলাম (৩২) লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে হামলাকারীরা।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।
বুধবার (১০ ডিসেম্বর) কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে।
0 Comments