এসপির ছবি ব্যবহার করে কক্সবাজারে প্রতারণা

কক্সবাজারে জেলা প্রশাসকের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণার ঘটনার পর এবার পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসপির ছবি–পরিচয় দিয়ে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

বুধবার বিষয়টি সামনে আসার পর কক্সবাজারের পুলিশ সুপার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সতর্কবার্তা প্রকাশ করেন। তিনি জানান, তার নাম–ছবি ব্যবহার করে কেউ যদি কোনো বার্তা পাঠায় কিংবা আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তবে তা সম্পূর্ণ ভুয়া।

পুলিশ জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীর নামে ব্যক্তিগত নম্বর ব্যবহার করে টাকা চাওয়া বা সন্দেহজনক বার্তা পাঠানো হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় খবর দিতে হবে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রতারক চক্রকে শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

Post a Comment

0 Comments