সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, তিনি চান মানুষ শান্তিতে থাকুক—ধর্ম-বর্ণ নির্বিশেষে। তার ভাষায়, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টধর্মের হোক না কেন।’
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, বর্তমানে পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ চলছে এবং দেশ রক্ষার নামে বিপুল অর্থ অস্ত্র কেনায় ব্যয় হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, খবর দেখে মাঝে মাঝে ভয় লাগে—এ অঞ্চলেও বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
দেব আরও বলেন, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান কিংবা ভারত-চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া কোনোভাবেই কাম্য নয়। তার মতে, মানুষের মৌলিক চাহিদা পূরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সহিংসতা কোনো সমাধান হতে পারে না।
বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠিন সময় আসতে পারে বলেও মন্তব্য করেন টালিউডের এই অভিনেতা। শেষ পর্যন্ত তিনি শান্তি ও মানবিকতার পক্ষে অবস্থান নিয়ে বলেন, সিনেমা চলুক বা না-চলুক, সবার আগে মানুষের ভালো থাকা নিশ্চিত হওয়া জরুরি।
0 Comments