প্রধান উপদেষ্টা ইউনূসের ভোটের গাড়ি উদ্বোধন

সিবি ডেক্স: জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘আমরা এমন নির্বাচন চাই, যেখানে থাকবে ভয় বা বাধা নয়। থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’  

সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’র প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই প্রচারণার মাধ্যমে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে ১০টি ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা প্রদক্ষিণ করবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভোটের গাড়িগুলো মানুষের দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কিত তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। তিনি বিশেষভাবে তরুণসমাজ, নারী ভোটার ও সকল ভোটারকে অংশগ্রহণের আহ্বান জানান।  

অনুষ্ঠানস্থলে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ভোটের গাড়িতে বড় ডিজিটাল পর্দা রয়েছে, যেখানে লেখা আছে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’।  

গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট সহজে চিনতে ভোটের গাড়ি ভোটারদের ব্যালটের কালার, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট এবং প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে এবং ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে। তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনকে ঘিরে যে চ্যালেঞ্জ থাকে, তা মোকাবিলায় সরকার প্রস্তুত। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গণভোট গুরুত্বপূর্ণ, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং জনগণকে মালিকানা বোঝার সুযোগ দেবে।

Post a Comment

0 Comments