ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীর ওসমান হাদি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন। তবে সেই ইচ্ছা এখনো পূরণ হয়নি। তবুও নিয়তির পরিহাস—বর্তমানে দু’জনই একই হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
অন্যদিকে, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিসসহ জটিল অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তার অবস্থার অবনতি ঘটে।
এর আগে ২৮ নভেম্বর সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওসমান হাদি জানান, কোনো রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা কখনো হয়নি। তবে ছোটবেলা থেকে তার একমাত্র আকাঙ্ক্ষা—বেগম জিয়া মমতার সঙ্গে তার মাথায় হাত রেখে দোয়া করবেন। তার ভাষায়, “ওনাকে রহম করো খোদা।”
0 Comments