খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

সিবি ডেক্স: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, গত এক মাসের মধ্যে উনার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। আজকেও উনার একটি ছোট প্রসিডিউর সম্পন্ন হয়েছে, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। উনি বর্তমানে সিসিইউ-র আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যেন খালেদা জিয়ার চিকিৎসা নির্বিঘ্নে চলতে পারে এবং তার শারীরিক অবস্থা আরও সুস্থতার দিকে উন্নতি পায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন জানান, ‘উনার অবস্থা স্থিতিশীল আছে এবং কোনো অবনতি ঘটেনি।’

Post a Comment

0 Comments