পেকুয়ায় র‌্যালি-আলোচনায় মানবাধিকার দিবস

কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া উপজেলা শাখা। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে রাজধানীর পেকুয়া কলেজগেইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মনির উদ্দিন নজরুল। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম এ মুসা, শিক্ষা সম্পাদক রেজাউল করিম, নারী সম্পাদক ফাতেমা জান্নাত পান্না এবং সদস্য ফখরুদ্দীন রাজি। কোরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক হাসান শরীফ।

‘জনবান্ধব রাজনীতির দাবি’ প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত হলো দিবসটি, যা পেকুয়ায় হিউম্যান এইড ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিক যাত্রারও সূচনা। বক্তারা বলেন, সমাজে অপরাধ, নারী–শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজির মতো মানবাধিকার লঙ্ঘন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে জনকল্যাণমুখী রাজনীতির আহ্বান জানান তারা। র‌্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশার মানুষ ও বিপুল সংখ্যক মানবাধিকারকর্মী।

Post a Comment

0 Comments