নিহত সুরাইয়া আক্তার (১৭) সদর উপজেলার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। চার মাস আগে তাদের বিয়ে হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের ভাসুর মিজানুর রহমান জানান, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর উঠান ঝাড়ু দিতে থাকেন। তার শাশুড়ি হাঁটতে বের হলে সুরাইয়া কাজ চালিয়ে যান। পরিবারের অন্য সদস্যরা তখন ঘুমে ছিলেন। শাশুড়ি ফিরে এসে সুরাইয়াকে খুঁজতে থাকলে বাড়ির খড়ির ঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা ইউনুস বলেন, রাতে হত্যাকাণ্ড হলে কেউ দেখত না, কিন্তু দিনে বাড়ির ভেতর থেকে হত্যাকাণ্ড করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার দাবি করেছেন।
রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments