সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও শীত ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও থাকছে শুষ্ক আবহাওয়া। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে এবং উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৬২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস হিসেবে নথিভুক্ত হয়েছে। রাজধানীতে শীতের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
0 Comments