নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র চলছে: তারেক

দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলমান থাকলেও যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বাধা ও ষড়যন্ত্র থেমে নেই; বরং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, তিনি আগেই আশঙ্কা করেছিলেন যে নির্বাচন সহজ হবে না। সাম্প্রতিক কয়েক দিনের ঘটনা, বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা তার সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করছে। তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ বিএনপির কাছে ন্যায়ভিত্তিক ও ভিন্নধর্মী রাজনীতি প্রত্যাশা করে। তবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া একদিনের কাজ নয়। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করতে ব্যর্থ হলে দেশকে ধ্বংসের কিনারা থেকে ফেরানো যাবে না। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এসব ষড়যন্ত্র আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে ভীত না হয়ে জনগণকে সাহস দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, যত বেশি ঐক্য গড়ে উঠবে এবং যত দৃঢ়ভাবে নির্বাচনের দাবি তোলা হবে, ষড়যন্ত্রকারীরা ততটাই পিছু হটতে বাধ্য হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানান তিনি।

Post a Comment

0 Comments