পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, শেষ রক্ষা হয়নি

কক্সবাজারের চকরিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে পাশের পুকুরে ঝাঁপ দেন অভিযুক্ত আবু বক্কর (৪৫)। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে বুঝিয়ে-শুনিয়ে পুকুর থেকে তুলে গ্রেফতার করে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাঘর ঘোনা এলাকায়। গ্রেফতারকৃত আবু বক্কর চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আজিজুর রহমানের ছেলে।

চকরিয়া থানা সূত্রে জানা গেছে, আদালত কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবু বক্কর পাশের একটি পুকুরে ঝাঁপ দেন এবং সাঁতরে এদিক-ওদিক পালানোর চেষ্টা করেন।

পুলিশ দীর্ঘ সময় ধরে তাকে বোঝানোর পর পুকুর থেকে পাড়ে উঠতে রাজি করায়। পরে ঠান্ডা থেকে বাঁচাতে তাকে কাপড় পরিয়ে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

চকরিয়া থানার এসআই সুজন বলেন, “আমাদের দেখে আসামি পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে বুঝিয়ে-শুনিয়ে তুলে এনে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল এবং আদালতের নির্দেশেই তাকে আটক করা হয়েছে।”

Post a Comment

0 Comments